কবিতায় আমি

আমি একটা নীল পদ্মের সন্ধানে আছি
খোঁপায় পড়বো বলে!
সুনীলের মতো করে কেউ জানি আনবে না খুঁজে ১০৮টি নীলপদ্ম আমার জন্যে,
আমাকে তো কেউ দেয়নি কথা যে
খুঁজে আনবে হয়ে হন্যে!

আমি কারো সাথে কথা বলতে গেলে জানি
পিছু ডাকবে না কেউ, বলবে না
“সুরঞ্জনা, যেওনা হেথা, কি এত কথা তাহার সাথে?”

আমার বাড়ী নাটোরে হলেও জানি বলবে না কেউ, আমার চোখগুলো ভাসা ভাসা
যেন নীড়ে বসা শান্ত পাখিটি
ফিরে আসবে না কেউ জানি
হাজার বছরের আক্ষেপ নিয়ে,
জানতে চাইলে, “এতদিন কোথায় ছিলে?”

লাবন্য নই আমি, তাই অমিত কেন
কোন শোভনলালও বসে নেই আমার জন্য
আমি বেছে নেবো মেঠো ফুল
জোনাকজ্বলা রাতে মুখ লুকোতে হবে না আমার, চাঁদের আলো নই আমি যে ঘোর অমাবস্যা
কুচবরণ কন্যা, আদর করে বলে না কেউ শ্যামা!

-লুনা লাবিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *