তোমাকে চাই

আমার সর্বনাশা প্রেমের অলিতে গলিতে

আমি তোমাকে চাই,
আমার সমস্ত নিঃশ্বাস জুড়ে
আমি তোমাকে চাই
আমার রুমের তপ্ত ফুলেল বিছানা জুড়ে
তোমাকে চাই
ঘুমের নেশায় আছন্ন হয়ে জড়িয়ে থাকতে
তোমাকে চাই
নিঝুম অন্ধকারে
আমি তোমাকে চাই
রাত বিরাতে আড্ডায়
আমি তোমাকে চাই
ভোরের প্রথম আলোয়
আমি তোমাকে চাই
সকালের চায়ের কাপে
তোমাকে চাই
দুপুরের রোদ্র ছায়ায় বসে
তোমাকে চাই
শহরের পথে পথে ঘুরতে
আমি তোমাকে চাই
বাড়ী ফেরার পথে,পাখিদের কলরবে
তোমাকে চাই,
পার্কে বসে আনমনে বাদাম খেতে
আমি তোমাকে চাই,
বই মেলায় বইয়ের ভীড়ে
আমি তোমাকে চাই,
বৈশাখী মেলায় হাতে হাত রাখতে
তোমাকে চাই
ভালোবাসা দিবসে,ভালোবাসায় রাঙ্গাতে
আমি তোমাকে চাই,
ঈদ আর পূজোর দিনগুলোতে
আমি তোমাকে চাই,
আমার রক্তে মাংসে মিশে থাকতে
আমি তোমাকে চাই,
আমার কান্না হাসি জুড়ে
আমি তোমাকে চাই,
শেষ বিকেলের গোঁধুলি লগ্নে হেঁটে যেতে
আমি তোমাকে চাই,
শ্রাবনের আগুন লাগা সন্ধ্যায়
আমি তোমাকে চাই,
আকাশ গোনা প্রহরে
আমি তোমাকে চাই
নির্ঘুম রাতের কারন হিসেবে
আমি তোমাকে চাই
তুমুল বৃষ্টির মূহুর্তে শ্রাবনের বারিধারায়
তোমাকে চাই
সারারাতের ভাবনায়
আমি তোমাকে চাই
আমার সমস্ত সত্ত্বা জুড়ে
আমি তোমাকে চাই
আমার প্রেমের অনাবিল সুখ দুঃখে
তোমাকে চাই
চলে যাবার মূহুর্তে
আমি তোমাকে চাই
ভীষণ অসম্ভবের মাঝেও
আমি তোমাকে চাই,
আমার সমস্ত ভাবনা জুড়ে
আমি তোমাকে চাই।
সমস্ত পাওয়া না পাওয়া জুড়ে
আমি তোমাকে চাই।
তুমি ছাড়া আমার
আসলে চাওয়ার আর কিছুই নাই।
অতএব শুধু তোমাকেই চাই।

-নিলয় আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *