হে নারী

তোমার ঋণ শুধিবার নয়
তুমি মহীয়সী-
তোমার কি তুলনা হয়?
আরো অনেক কথার ফুলঝুরি
গল্প কথা কবিতা আহামরি
তোমায় নিয়ে পালিত হয় দিবস
চেয়ে দেখো আমরা কত দয়াপরবশ
সভা সমাবেশ সেমিনারে বক্তৃতার বাহার
অথবা নগর জুড়ে সাঁটানো পোস্টার
এ সবই আপাত তোমার গুণকীর্তন
যা বলা হয় সত্য বৈ মিথ্যে নয়
বরং কিছুটা কমই বলা হয়।
তুমি প্রেমময়ী তুমি স্নেহময়ী তুমি মমতাময়ী
তুমি মা তুমি বোন তুমি স্ত্রী
তুমি ভালোবাসা তুমি সৃষ্টির আকর
তুমি সুন্দর চিরদিন তুমি মনোহর
তোমাতেই খেলে বিশ্ব ফুটে অবাক দৃশ্য
কে নেবে তোমার স্থান
তুমি অক্ষয় তুমি অম্লান।
তবুও নারী তোমার চোখে জল
অবলা বলে তোমার দুঃখ অতল
পুরুষের পৌরুষ ফুঁসে ওঠে অবজ্ঞায়
নানা বাহানায় তোমায় করে অসহায়
দিতে চায় না অধিকার বা সন্মানটুকু তোমার
লালসার সরীসৃপ জড়িয়ে ধরে তোমায়
এখানে সেখানে বিজ্ঞাপনে বা কার্যস্থলে
পুরুষের শ্যেন দৃষ্টি এড়ানো দায়
এ হিংস্রতা এ বন্যতা তোমায় কুরে কুরে খায়
তবুও শান্ত নিথর পরিবেশ তোমার নীরবতায়
এ আমাদের দীনতা অহংকারের খোলসে
সত্যি মেনে নিতে কষ্ট হয়
তুমি নারী রয়েছ তোমার স্থানে
তোমায় ছাড়া কিছু হবার নয়
এ জগত সভ্যতা আর এ মহাবিশ্বের বিস্তার
তোমায় ঘিরেই বুঝি সব হয়
হে নারী তোমায় সালাম
তোমাতেই জগতের সব কিছু রয়
প্রেম আর সৃষ্টির উল্লাসে বাঙময়।

সামস আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *