অপেক্ষা

এইমাত্র দক্ষিণা বাতাস বলে গেল
গত বর্ষার যত বকেয়া বৃষ্টি
সুদে আসলে বেড়েছে,
যত শরতের সাদা মেঘ
সবকিছু আজ নাকি
তোমার ঠোঁটের মলাটে ঝরবে

তবুও কি তুমি বিষুবরেখা বরাবর হাঁটবে?

একবারও কি পেছন ফিরে ভাববে না
গত শীতের যত কম্বলালোক উষ্ণতা
সেগুলো কে পরিশোধ করবে?

কে শরীরের সবগুলো তিল
গুনে জড়ো করবে ঠোঁটে?

কে বুঝে নিবে না বলা সব কথা?

এখনো কি স্নান শেষে তোয়ালের সাথে
করবে সব গোপন আলাপ?
আমার ঝরনাধারা হওয়া
রয়ে যাবে কি বাকি?

মুখরিত হয়ে আর কবে
ঝরবে শ্রাবণে প্লাবনে

জোছনা হয়ে মিলিয়ে গেলে?

জামান একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *