কড়ির মালাকার (কবিতা)

এসেছিলাম নিতে

শুধু এক খানি কড়ির মালা।
কিন্তু জাগিলো প্রেম
দৃশ্যে মালাকারের বালা।

না পারি তারে কইতে,
না পারি না পাওয়া সইতে।
এ কেমন দুরহ ক্রন্দন পালা,
থেকে থেকে জাগে প্রাণ জুড়ে জ্বালা।

তবে তাই ঠিক
যদি নাই পাই তারে
লই তার সকল ছোঁয়া
শূন্য করি তার কড়ি ভরা ডালা।

-গিনি ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *