জামান একুশের প্রথম গল্পগ্রন্থ ‘শূন্যে অরণ্যে’ পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি বইমেলা ২০২০ এ।

জামান একুশে’ গল্প লেখক হিসেবে অপরিচিত নন, ব্লগস্ফেয়ার আর অণুগল্পের জগতে খুবই পরিচিত এবং প্রিয় এক নাম। আশ্চর্য্য হলেও সত্য যে, মেইনস্ট্রিম আর অনলাইন পত্রিকায় তার প্রচুর গল্প প্রকাশ পেলেও, এ পর্যন্ত তার কোনো গল্পগ্রন্থ প্রকাশিত হয়নি। অমর একুশে বইমেলা ২০২০-এ স্বরচিহ্ন প্রকাশন জামান একুশের প্রথম অণুগল্পগ্রন্থ ‘শূন্যে অরণ্যে’ প্রকাশ করছে। এই গ্রন্থে স্থান পেয়েছে ৪১টি দুর্দান্ত ও ভিন্ন স্বাদ আর চিন্তাধারার গল্প।

শূন্যে অরণ্যে
জামান একুশে
প্রকাশক: স্বরচিহ্ন
পরিবেশক: রাইটার্স গিল্ড
মূল্য: ১৫০/-টাকা (কমিশন বাদে)

বইমেলায় পাওয়া যাচ্ছে ৭ফেব্রুয়ারি হতে, স্টল নং ৪৮৪, ৪৮৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *