জীবন বারতা

সব বর্ষা কদমের নয় –
অরুন্ধতীর আলো প্রতিরাতে পৌঁছে না
গৃহস্থের দ্বারে, তরুণীর মায়াবী আঁচলে,
তিলোত্তমা নগরীর ঝলমলে নিয়নের আড়ালে
অন্ধ গলিতে চাপা পড়ে
বেঁচে থাকার অর্থহীন আর্তনাদ।
তবুও কদম ফোটে –
শীতার্ত রাত্রির শেষে শিশিরের কান্না
ছুঁয়ে যায় বিহ্বল রাতের আকাশ,
তমসার অমানিশা ফুঁড়ে বেজে ওঠে
অনিরুদ্ধ সকালের আগমনী গান;
চাওয়া না-চাওয়ার মাঝে
যাপিত জীবনে ভিড় করে
অনির্বাণ শোক, সুখ, স্বপ্ন-মায়ার জাল।
আলো-আঁধারির দোলাচলে বহমান
জীবনের নাও ক্ষণিক হাসি,
ক্ষণিক কান্নার অনিরুদ্ধ সঞ্চয়।।

লুৎফুন্নাহার পিকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *