ডা. সুমনা তনু শিলার ‘ক্ষত’ পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়।

বই এর নাম : ক্ষত
লেখক : ডা. সুমনা তনু শিলা
ধরণ : ছোটগল্পের সংকলন ( ২০ টি ছোট গল্প )
প্রচ্ছদ : তন্ময় ইরতিজা আঞ্জুম
প্রকাশনী : স্বরে অ
বইটির মলাট মূল্য : ২৮০
বইমেলা চলাকালীন সময়ে ২৫% ছাড়ে বিক্রয় মূল্য ২১০ টাকা ।

অমর একুশে বইমেলায় ২০২০ এ পাওয়া যাচ্ছে ডা. সুমনা তনু শিলার দ্বিতীয় ছোট গল্পের সংকলন ” ক্ষত “।

বইটি পাওয়া যাচ্ছে –
ঢাকা বইমেলাতে : প্যাভিলিয়ন ১৪, ঐতিহ্য প্রকাশনীর স্টলে।
সিলেট বইমেলাতে : স্বরে অ প্রকাশনীর স্টলে ।
রকমারি ডট কমে : http://bit.ly/2Vl6FGf লিংকে।
এছাড়া ঘরে বসে অটোগ্রাফ সহ বইটা পেতে চাইলে, 01915492275 এই নাম্বারে এক কপি বই এর জন্য ( ২১০ টাকা + ৪০ টাকা কুরিয়ার ফি ) ২৫০ টাকা বিকাশ করে লেখিকার ইনবক্সে বিকাশের শেষ তিনটা ডিজিট উল্লেখ করে মোবাইল নাম্বার সহ ঠিকানা দিতে হবে । অটোগ্রাফ সহ চাইলে, সেটাও ইনবক্সে উল্লেখ করতে হবে ।

বই এর কিছু গল্প

ক্ষত

রোদেলা খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে । রোদেলার আজকের এই দৃষ্টিও, সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। আমি মাথা নিচু করে ফেললাম । যে গভীর ক্ষতটা তৈরি হয়েছিল বুকের ভিতরে, সে ক্ষত আমার মেয়ে দেখে ফেলে কষ্ট পাক, তা আমি চাই না ।
কেন ক্ষত তৈরি হয়েছিল মায়ের বুকে ?

নতুন ইন্টার্ন

খুব কষ্ট যখন হতো, তখন কল্পনা করতাম, তুমি নীল শাড়ি পরে আমার সাথে রিকশায় করে ঘুরছো। আর আমি তোমাকে গান শোনাচ্ছি । কিন্তু বাস্তবে চেষ্টা করেও গাইতে পারতাম না ।
কেন রিয়াজ ভাইয়া আর গান গাইতে পারেন না ?

অসম্মান

আমার স্বামী তার মৃত্যুর মাত্র এগারো দিন আগে আমাকে ডিভোর্স দিয়ে দিলো ! না, এমন নয় যে, মৃত্যুটা হঠাৎ করেই হয়েছে। সে জানতো, সে মারা যাবে । মাত্র এগারো দিন পরে মারা যাবে, সেটা জানতো না । তবে হাতে যে বেশি সময় নেই, সেটা জানতো।
কেন রায়হান এভাবে রুমানা কে অসম্মান করলো ?

নতুন মা

” আমি চোখ বন্ধ করেই মিচমিচ করে হাসছি। আমার বোকা ছেলেটা তাও বুঝতে পারলো না, আমি অভিনয় করছি। সে ভাবলো আমি সত্যি সত্যিই মারা গেছি। হঠাৎ করেই কাব্য চিৎকার করে কাঁদছে আর বলছে, ” ওঠো আম্মু, ওঠো। আমার নতুন আম্মু লাগবে না। ”
সৎ মায়েরও কি কখনো প্রসব বেদনার মত বেদনা হয় ?

লেখিকা বলেছেন –
” সমাজের ক্ষতগুলো আমাকে ঘুমাতে দেয় না, জাগিয়ে রাখে । দেখতে থাকি ক্ষতগুলো, লিখতে থাকি, আনাড়ি হাতে। ভালোবাসার টানা পোড়েন গুলো দেখে, যে ক্ষতগুলো তৈরি হয় মনের গভীরে, সেগুলো লিখতে পারি না তেমন করে । শুধু অনুভব করতে পারি। বইটিতে কিছু আধা ভৌতিক গল্পও আছে ।
যদি কখনো লেখাগুলো পাঠকের মন ছুঁয়ে যায়, তবেই আমার লেখা সার্থক হবে । “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *