দোষটা কেবল আমারই

সারারাত ঘুম আসেনি, বুকের ভেতর অসহ্য কষ্টে শুধু বিছানায় এপাশ ওপাশ করেছি।
অস্ফুট যন্ত্রণায় কেবল বালিশ ভিজেছে চোখের জলে,
তুমিহীন প্রতিটি রাত্রি এমন করেই কাটে,
এমন করেই প্রতিটি মুহূর্ত ভীষণ রকম একা করে দিয়ে যায়।
অথচ তুমি আমাকে এত কষ্ট পেতে বলোনি,
সব কষ্ট আমি নিজে একা একা পাই।
তোমার কোন দোষ নেই প্রিয়
কিছু মানুষ কষ্ট পাওয়ার জন্য এই পৃথিবীতে আসে।
তাই দোষটা কেবল আমারই।

না ঘুমিয়ে অনেক সকাল হয়,ভোরের আলোতে তোমাকে খুঁজি,এই বুঝি তুমি আসবে।
বুকে জাপটে ধরে বলবে,ভালোবাসি।
যদিও জানি এই অপেক্ষার অধিকারটুকু তুমি আমাকে দাওনি।
অথচ সময় বয়ে যায় এমন স্বপ্নে।
তবু তোমার কোন দোষ নেই,
কিছু মানুষের কখনো কারো কাছে কোন অধিকার থাকে না।
তাই দোষটা কেবল আমারই।

সারাটা দিন তোমার অপেক্ষায় কাটে,পিচ ঢালা পথের দিকে তাকিয়ে ভাবি,এইতো একটু পরেই তুমি আসবে।
তপ্ত দুপুর পেরিয়ে গোধূলি লগ্ন ফুরায়,অস্তমিত হয় সূর্য,
সন্ধ্যাবাতি জ্বলে তবু তোমার আর আসা হয় না।
আমি জানি এই প্রতীক্ষার কথা তুমি বলে যাওনি।
তবুও আনমনে আমি প্রতীক্ষায় থাকি,
তোমার কোন দোষ নেই,
আসলে দোষটা কেবল আমারই।

সারাক্ষন ফোনের পাশে থাকি, তোমার অপেক্ষায়,
বিশ্বাস করো কারো সাথে আমি কথা বলি না ফোনে,
যদি তুমি ফোন দাও আর ফোন ব্যস্ত পেলে আর ফোন করবে না।
সারাটা রাত দরজা খুলে প্রতীক্ষায় থাকি,
দরজা লাগাই না, যদি এসে বন্ধ দরজা দেখে ফিরে যাও তুমি।
অথচ আসার কথা তুমি বলোনি আমায়।
আমি নিজেই এমন করি।
এখানেও তোমার কোন দোষ নেই,
কিছু মানুষের অপেক্ষার শেষ থাকে না,
তাই দোষটা কেবল যে আমারই।

কতোদিন, কতো রাত হয়, তোমাকে দেখি না প্রিয়,
কতো রাত জেগে জেগে পাহারা দেই,
কতোদিন ব্যাকুল চিত্ত অপেক্ষায়… অপেক্ষায় যায়,
তবু তোমাকে দেখা হয় না,
কত স্বপ্নে তুমি এসে চুমু দিয়ে যাও,
অথচ স্বপ্ন সত্যি আর হয় না।
তুমি এত স্বপ্ন দেখতে বলোনি, এত ভালোবাসতেও বলোনি।
আসলে তোমার কোন দোষ নেই,
কিছু মানুষের স্বপ্ন দেখা বাড়াবাড়ি
তাই দোষ কেবল আমারই।।

-নিলয় আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *