নষ্ট পুরুষ (কবিতা)

ঘরে আছে বৌ
তাতে কি বা যায় আসে।
সেই তো পুরানো একঘেয়ে
বাচ্চার মা থলথলে পেট ;
শরীরটাও যে তার বড্ড ঝুলে
যেন এক হাতি বিশেষ !

অফিসের সহকারী সেক্সি মৌমিতা ।
রিসেপশনের লাবণ্যময়ী কল্পিতা ।
না হয় হোটেলের বিছানার সেই স্মিতা ।
কাজের ফাঁকে একটু ছোঁয়া……………
অবসরে একটু সময়……………
হোটেলে মোটেলে না হয় রেস্টুরেন্টে ,
কখনোবা ডান্স ক্লাব বা বারে।
না হয় জিমনেশিয়ামের সঞ্চালিকা ক্যাট!
বড়ই রোমাঞ্চকর সুখানুভূতি
আহা………………!!
কিসের সাথে কি?

সেই মশলা যুক্ত হলদেটে নখ
ক্লান্ত কালিময় চক্ষুযুগল
তবু বসে থাকে পথ চেয়ে!
রোজ ঐ এক কাসুন্দি
এত দেরি মিটিং ছিল বুঝি?
তাকালেই হয় মেজাজ গরম।।

ঘুনে ধরা সমাজ নষ্ট পুরুষ
এভাবেই অবহেলা করে চিরকাল।
লক্ষ্মী মমতাময়ী নারী তুমি।
আর কত সইবে এভাবে !
সময় যে ঘুরে দাঁড়াবার ।
নিজেকে ভালোবাসো, নিজেকে দেখো ;
নিজের জন্য ভাবো, নিজের জন্য করো ।
শক্ত পায়ে দাঁড়াও।
হও প্রতিবাদী, স্বাবলম্বী।
বাঁচার মত বাঁচতে শেখো ।
নষ্ট পুরুষ দেখুক তোমায়।।

– হালিমা রিমা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *