নিমগ্ন আলাপন

– কি দেখছো?

– সমুদ্র
– তুমি তাকিয়ে আছো আমার চোখে। পাগল হলে?
– সেই কবে, তুমি এখনো বোঝো নি?
– চোখ নামাও।
– সাগর দেখার আয়েশ এখনো মিটে নি আমার। কি শান্ত নীল সাগর!
– হি হি হি হি পাগল আর কাকে বলে?
– তুমি হাসলে আমার হৃদয়ে ভালোবাসার কাঁপন লাগে, তুমি হাসলে বাতাস কেমন সুবাসিত হয়ে আসে। বুক ভরে নিঃশ্বাস নিই উদগ্র কামনা মিটাতে।
– এ কথার যাদুতেই পাগলী হলাম। বার বার ছুটে আসি তোমার ডাকে।
– এই এদিকে তাকাও। তোমার চোখের তারায় বিজলি চমক দেখেছি মনে হয়।
– তোমাকে কাছে পাবার আনন্দ উচ্ছ্বাসের তরঙ্গ।
– দেখো, আকাশটা কত নীল।
– কোথায়? এ যে খটখটে রোদ।
– তোমার উপস্থিতি রৌদ্রতপ্ত আকাশ ঘন নীল দেখায়। নীলা আকাশে সাদা মেঘের ভেলা আমাদের অপেক্ষায় নোঙর করে আছে বন্দরে।
– চলো উঠে পড়ি, হারাই অজানাতে, তুমি পাশে থাকলে ভয় কিসের হারানোতে?
– তোমার কপোলে পড়লো কি দেখি!
– তোমার ভালোবাসার বৃষ্টিকণা।
– আমি তৃপ্ত তোমায় ভালোবেসে। তোমার এলোকেশে নাক ডুবিয়ে ভুলে যেতে চাই ভূত ভবিষ্যত।
– তোমার বুকে মাথা রেখে প্রশান্তিতে বিভোর হবে মন, স্বাদ পেতে চাই পরম নির্ভরতার।

-বাউল সাজু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *