নিলয়ের ‘তুমি এলে বসন্ত ছুঁয়ে যায়’ বইটি পাওয়া যাচ্ছে এবারের বইমেলার পেন্সিল পাবলিকেশন্সে

ফ্ল্যাপ: যখন অজানা কোনো সরু গলিতে অন্ধকার জাঁকিয়ে আসে, ছোট্ট জীবনের হাসি-আনন্দ, কষ্ট, পাওয়া-না পাওয়ার দেয় হাতছানি, যখন এক টুকরো সুখের সন্ধানে নিরুপদ্রব সোনালি পৃথিবীর কল্পনা করে কিছু মানুষ,

তখন সবুজ পাতায় আঁচর কাটে বেদনা। আকাশে জমে মলিন মেঘ। তারপরেও কোথা থেকে যেন ভেসে আসে আশার সাদা পালক।

আর দিন শেষে প্রতিটি মানুষ একা এই কথা ভেবেই বাঁচতে যাওয়া মানুষ স্বপ্ন দেখে ফেলে নতুন করে।
মনে হয় কেউ যেন খুব কাছে এসে বলছে,যা কিছুই হোক, তুমি এলে বসন্ত ছুঁয়ে যায়…

পারিবারিক কলহ, নারীদের ভূমিকা, একাকিত্ব, কিছু ভুল,একান্ত কিছু আনন্দ-বেদনার ভিন্ন ভিন্ন গল্প নিয়ে রচিত গল্প সংকলন ‘তুমি এলে বসন্ত ছুঁয়ে যায়’|

বইঃ তুমি এলে বসন্ত ছুঁয়ে যায়।

লেখকঃ কাওছার আহমেদ নিলয়।

ধরনঃ গল্পগ্রন্থ।

প্রচ্ছদ: নৈর্ঝর নৈঃশব্দ্য।

প্রকাশকঃ পেন্সিল পাবলিকেশনস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *