ফিকে হয় অস্তিত্ব

বাক স্বাধীনতা, অসমতা নাকি অক্ষমতা?
বিকৃত সমাজ আর অনন্ত জীবাশ্ম জমানো দেহ
পুড়তে থাকা অবয়ব মিছিলের মতো অকৃত্রিম।
তবুও মানুষ পিছু ফিরে, অসাড়তায় জীবন খোঁজে,
এবং বেঁচে থাকার দায় নিয়ে অদৃশ্য হয় নীলের মতো।
ছাই যেখানে সত্যের মতো,
শীতল ধোঁয়াটে নগর সেখানে অবসাদে আকৃষ্ট।
সব নিস্তব্ধতায় ছেঁড়া রাতের কাছে
কুয়াশা মাখানো জোছনা যখন ধীরে ধীরে মলিন,
আমার তখন কবিতা লেখার দিন।
মাত্রই প্রতিবাদের মতো স্লোগান
হাসির পাত্র হতে থাকা সাদাটে মায়ায় আচ্ছন্ন।
এক অবিনশ্বর নক্ষত্র পতনের মুহুর্তগুলোও
আলোক সম্ভারে উদ্ভাসিত,
অথচ সময় ধীরে ধীরে সাজে বোধহীন উপাসক।
এখনো কি আলোর মতো প্রবল দুপুর
কার্তিকের খোলা হাওয়ায় বিষণ্ণতার মাতম তোলে?
কেউ দেখেনি হয়তো, আমিও না-
একাদশী মেঘ আর কুমারী আলোকছটা
আঁধার অন্তর্বাসে নিমজ্জিত, মানুষ হেরে যায়,
ফিকে হয় অস্তিত্ব…..

ইফতি হাবিব অভিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *