বাংলা একাডেমি বইমেলা ২০২০ এ পাওয়া যাচ্ছে শারমিন আঞ্জুমের থ্রিলার উপন্যাস ‘আমারে দেব না ভুলিতে’

আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়….”
কিন্তু সেই আপনজনই যদি মুখোশে মুড়ে রাখে নিজেরে ছলনায়….?

বুকফ্ল্যাপ

তিন মাসের দাম্পত্য জীবন একজন মানুষকে জানার জন্য হয়তো যথেষ্ট না কিন্তু চেষ্টা করা যেতে পারে। অবন্তী যত আশফাককে জানার চেষ্টা করে, সে যেন তত বেশি অস্পষ্ট ধোঁয়াটে পর্দায় ধরা দেয়।চোখের সামনে এতো ভয়ংকর একটা মৃত্যু হলো, যুক্তি বলছে দূর্ঘটনা আর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কোথাও আশফাকের যোগসূত্র আছে এখানে। অবন্তীর ভাবতেও বুক কেঁপে উঠছে।প্রচন্ড রহস্যময় একটা মানুষের পাশে শুয়ে অবন্তী ঘুমের অবিরাম অভিনয় করে যাচ্ছে। আশফাক সম্ভবত গভীর ঘুমে,এখন তার ফোন খোলার সুযোগ নেয়া যায়। আশফাকের বাম হাতের বুড়ো আঙুলটাই পিন সাবধানে পাশ ফিরলো অবন্তী ! হাল্কা নীল ডিম লাইটের আলো এক দৃষ্টিতে আশফাক তাকিয়ে আছে তার পাশে শুয়ে, অদ্ভুত হিম শীতল দৃষ্টি! , অবন্তী চমকে উঠলো।
“তুমি ঘুমাও নি?”
” তুমিও তো ঘুমাও নি”
“আমাকে ডাকোনি কেন? “
“নীরবে শুয়ে তোমার ঘুমের অভিনয় দেখছিলাম “
আশফাকের ঠোঁটে ধারলো একটা হাসি হতে হতেও মিলিয়ে গেল,
“আশফাক আমি …বুঝতে পারিনা তোমায়, “
আশফাক কাছে এলো স্ত্রীর, হেসে নিচু গলায় বলল,” এই জগতে সব কিছু বুঝতে নেই অবন্তী, সব বুঝে ফেললে বেঁচে থাকার মজা চলে যায় “

রোদ্দুরের বুকে জন্ম নেয়া আমার দ্বিতীয় থ্রিলার । না কোন রক্তাক্ত ভায়োলেন্স না চোর পুলিশের খেলা তবু বিচিত্র ছমছমে রহস্যময়তা । কিছু প্রশ্নের উত্তর মিলবে কিছু খুঁজে নিতে হবে । আছে গল্পের মোড়কে বুদ্ধিমান পাঠকের জন্য লেখকের পক্ষ থেকে এক ধাধা উপহার । মৌলিক সাইকোলজিক্যাল হরর থ্রিলার আমারে দেবনা ভুলিতে
লেখক – শারমিন আঞ্জুম
পাওয়া যাচ্ছে বইমেলা 2020
ঐতিহ্য প্যাভিলিয়ন -14
মলাট মুল্য –300
বইমেলা ডিস্কাউন্ট -225

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *