বাংলা একাডেমি বইমেলা ২০২০ এ প্রকাশিত হয়েছে শহিদ হোসেন খোকনের ‘এমনি বরষা ছিলো সেদিন’

লেখকের বক্তব্য :

এ গল্প গ্রন্থের প্রত্যেকটি গল্পেই আমার উপস্থিতি প্রায় অবধারিত। মানে দাঁড়ালো আমি নিজেও গল্পের একটি ক্যারেক্টার। এগুলো নিতান্তই আমার অভিজ্ঞতালব্দ্ধ কিছু সময়কে ধরে রাখার প্রচেষ্টা।

আমাকে বাদ দিলে যারা এ গল্পগুলোতে হাঁটা চলা করেছেন তাদের নামগুলো জানানো যেতে পারে। মুভির শেষে যেমন স্লো-মোশানে অভিনেতা অভিনেত্রী আর কলাকুশলীর নাম আসতে থাকে আমি আগেই আমার গল্পের পাত্র-পাত্রীদের নাম জানিয়ে দিচ্ছি।
শ্রেষ্ঠাংশেঃ
হুমায়ূন আহমেদ
মেহের আফরোজ শাওন
চ্যালেঞ্জার
মাজহারুল ইসলাম
কমল
শাকুর মজিদ
ডোনাল্ড ট্রাম্প
রোমান লেডি (যার একটি সংলাপও নেই)
কণা ওরফে রুমকি (ইনি আমার স্ত্রী)
নাম না জানা একজন পাগল, পাগলী, ইমিগ্রেশন আর কাস্টমস! আরও কিছু খুচরা ক্যারেক্টার আছে কিন্তু জায়গার অভাবে নাম দেয়া গেল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *