ব্যস এইতো

যদি আর কোনদিন দেখা না হয়, কথা না হয় তবে কি খুব বেশি ক্ষতি হবে!
ধরো এই ইহকালে আমাদের আর দেখা হলো না,
রেল লাইনের সেই প্রিয় জায়গায় দাঁড়িয়ে তোমার অপেক্ষায় হয়তো আর বসে থাকা হবে না,
হয়তো প্রতিদিনকার গোধূলি লগ্ন শেষে হাত ধরে বিভোর স্বপ্নে আগামীর স্বপ্ন দেখা হবে না।
ব্যস এইতো!
তবে থাক, আমাদের আর দেখা না হোক।

আচ্ছা দেখা নাহলে তোমার কি ভীষণ কষ্ট হবে,
দৈনন্দিন সবকিছু কি খুব এলোমেলো হয়ে যাবে,
হয়তো খুব ভোরে সুপ্রভাত বলে আমার ঘুম ভাঙ্গাতে পারবে না,
একদিন আমার কাঁধে মাথা রেখে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার স্বপ্ন ছিলো তা হয়তো পূরণ হবে না,
এর চেয়ে বেশি কিছু তো আর হবে না।
তবে থাক,আমাদের আর দেখা না হোক।

খুব ঝুম বৃষ্টিতে আমাকে মনে পড়ছে কি? এই ভর দুপুরে তুমি কি খেয়েছো কিছু?
এসব কথা বার বার জিজ্ঞেস করা হবে না।
সকাল বিকাল সন্ধ্যা রাতের তোমার মুহূর্তগুলো মন ছটফট করলেও জানা হবে না,
অনেক জরুরী কথা, মন খারাপের কথা বলা হবে না তোমাকে,
বিশেষ কোন দিবসে ফুলের তোড়া হাতে শুভেচ্ছা জানানো হবে না,
অসাধারণ কোন কিছু করে তোমাকে চমকে দেয়া হবে না,
তোমার টেক্সট,তোমার ফোনের অন্তহীন অপেক্ষা করা আর হবে না।
বসন্তের শুরুতে,ফাগুণের আগমনে তোমার হাত ধরে মুখরিত হওয়া হবে না,
পূর্ণিমার ঝলসানো রাতে জোৎস্নায় স্নান করা হবে না আর।
ব্যস এইতো।
তবে থাক,আমাদের আর দেখা না হোক।

-নিলয় আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *