ভালোবাসা প্রেম সত্যিই কি আছে?

শতজনে কতজন পুরুষ বুকে হাত রেখে বলতে পারবে-
নিজ বউটাকেই ভালোবাসি, তারই প্রেমেতে বারবার পড়ি!
আমার মনে সেই যে সেরা সুন্দরী !
তাকে ছাড়া মনে আসেনা কোন নারী!

আমার সন্তানের মা বলে শুধু নয়
বিবাহ বন্ধনে আবদ্ধ বলেই নয়
শুধু পাশাপাশি থাকি বলে নয়
ভালবাসি তাকে দোষ-গুণ মিলিয়ে
ভালোবাসি তাকে খুব হৃদয় গভীরে
গোপন প্রেমিকার মত তাকেই বাসি ভালো !

শতজনে কতজন নারী চোখ বন্ধ করেই বলতে পারবে-
শুধু নিজ স্বামীটিকেই ভালেবাসি,
তাকে পুরো বিশ্বাস করি মনে প্রতিক্ষণে নিশ্চিন্তে !
সেই যে সেরা আমার কাছে !
তার সাথেই যে সুখ শান্তিতে আছি মিশে!
তার প্রেমেই তো পড়ি বারে বারে !

নিজ সন্তানের বাবা বলে শুধু নয়
সমাজের দায় থেকে শুধু নয়
স্বামী বলে মায়ায় পড়ে নয়
প্রিয় বলেই দোষে-গুণে ভালোবাসি !
আকাঙ্ক্ষার প্রেমিকের মতই বাসি যে ভালো !

তারই অমল প্রেম বুকে জ্বেলে রাখে আলো।
তার বাইরের মানুষটাকেই নয়
গুণগুলোকে ঘিরেও ভালোবাসা ছেয়ে রয়।
প্রশ্নটা তবু জেগে থাকে
ভালোবাসা কি শুধুই বিনিময় ?
দেয়া-নেয়ার খেলা জগৎময় ?

যোগ্যতা বা গুণগুলো যদি তার
টিকে না থাকে কাল আর !
স্বত:স্ফূর্ত মেধাবী কেউ যদি
দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে যায় ?
তবে কি তার জন্যে ভালোবাসা ফুরিয়ে যাবে ?
নাকি প্রেম নয়, শুধু মায়াই থাকবে ?

দৈহিক সৌন্দর্য ! সে তো ক্ষণস্থায়ী !
খুব সহজে ফুরিয়ে যেতে পারে !
আজ যে রূপ আছে, কাল যদি যায় ঝলসে ?
আজ যে উন্নত বক্ষে তোমার এতটা আকর্ষণ
কাল যদি তা থাকে না অক্ষয় ?
আজকের সুঠাম শরীর প্রসবের ভারে
নয়তো বয়স যদি তা কাড়ে ?
আজ যে সুঠাম পুরুষ হাত তোমাকে ছোঁয়
ঝলক জাগায়, সে যদি কোনোভাবে তা হারায় ?

তবে কি ভালোবাসাও হারিয়ে যাবে?
সব প্রেম, সব প্রয়োজন ফুরিয়ে যাবে?
অনেকদিন কারো সাথে থাকলে,
একই মুখ বারবার দেখলে
ভালোবাসা কি পুরোনো হয় ?

ভালোবাসা – প্রেম সত্যিই কি আছে তবে?
নাকি আমরা শুধু মেনে নেয়ার খেলাই খেলি?
নিত্য শুধুই মেকিতে ডুবি, অভিনয় করে?

-ফারহানা হুদা নীপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *